• ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই জিলকদ, ১৪৪৫ হিজরি

প্রতিবন্ধী ব্যক্তিরা ‘দেশের সুবর্ণ নাগরিক’ : রাশেদ খান মেনন

প্রকাশিত মার্চ ১৪, ২০১৮
প্রতিবন্ধী ব্যক্তিরা ‘দেশের সুবর্ণ নাগরিক’ : রাশেদ খান মেনন

সিলেট সুরমা ডেস্ক : সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য নানা ধরণের উদ্যোগ গ্রহণ করেছে।তিনি বলেন,প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের বিশেষ ব্যক্তি হিসেবে চিহ্নিত করে সম্মানিত করার পাশাপাশি তাদের বলা হচ্ছে ‘দেশের সুবর্ণ নাগরিক’।রাশেদ খান মেনন আজ বুধবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪নং ওয়ার্ডের কমিউনিটি সেন্টার হলে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।মন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র ঋণ আমাদের দেশে নোবেল পুরস্কার নিয়ে এসেছে সত্যি কিন্তু সেই ঋণ আমাদের দেশের সাধারণ মানুষকে কিভাবে শোষণ করেছে তা আমাদের সকলেরই জানা। এ নিয়ে অনেক কথা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র ঋণকে বলেছেন সুদখোরের ব্যবসা। কিন্তু বর্তমান সরকার যে পদ্ধতিতে সাধারণ মানুষকে সুদহীন ঋণ প্রদান করছেন তার সাথে সুদযুক্ত ঋণের কোন সম্পর্ক নেই।’এনজিওদের সাথে সরকারি ঋণের পার্থক্যটা বুঝতে হবে উল্লেখ করে মেনন বলেন, এতদিন ক্ষুদ্র ঋণের মাধ্যমে জনগণের কোন সুবিধা হয়নি। বরং বর্তমান সরকারের সুদহীন ক্ষুদ্র ঋণ ব্যবস্থা সাধারণ মানুষের মনে দাগ কাটতে সক্ষম হয়েছে।তিনি বলেন, অনেকেই মনে করেন ক্ষুদ্র ঋণ ব্যবস্থা ড. মুহাম্মদ ইউনূস করেছেন কিন্তু এটি সত্য নয়। ক্ষুদ্র ঋণ ব্যবস্থা ১৯৭৪ সালে প্রথম চালু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ কারণে বঙ্গবন্ধুই হচ্ছেন ক্ষুদ্র ঋণের প্রথম প্রবক্তা।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার।
ঢাকা বিভাগীয় সমাজসেবা পরিচালক তপন কুমার সাহা এতে সভাপতিত্ব করেন। ১৪ মার্চ, ২০১৮ (বাসস)